বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১০:২১ অপরাহ্ন
EN

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে উৎকর্ষ ও নতুনত্ব আনয়নের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে পুরষ্কার পেলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

রিপোর্টারের নাম / ২৫ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

গত ২২ নভেম্বর মঙ্গলবার “ইনফো-সরকার ফেইজ-৩” প্রকল্পের আওতায় হোটেল সেরাটন ঢাকায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বর্তমান সরকারের আইসিটি ডিভিশনের বিচারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে উৎকর্ষ ও নতুনত্ব আনয়নের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পুরষ্কার গ্রহণ করেন বরিশাল সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার। এসময় তার হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমং, সিনিয়র সচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এন এম জিয়াউল আলম পিএএ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোঃ মুশফিকুর রহমানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিরা ইনফো-সরকার ফেইজ-৩ প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় বিভিন্ন জনকে সম্মাননা স্মারক প্রদান করেন। এসময় আইসিটি ডিভিশনের বিচারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে উৎকর্ষ ও নতুনত্ব আনয়নের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে পুরষ্কার গ্রহণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। পুরস্কার পেয়ে জেলা প্রশাসক তার অভিব্যক্তি প্রকাশ করেন। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:

বরিশাল-৮২০০।

আমাদের সাথে যোগাযোগ করুন:

নিউজ রুম মোবাইল:: 0088-01719-390602, 0088-01818-323306

editor@chandradvip24.com(সম্পাদক)
editor@chandradvip24.com(নিউজ)
editor@chandradvip24.com(নিউজ)
২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত chandradvip24.com