বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন
EN

বরিশালে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় মোবাইল কোর্ট অভিযানে ১৪ প্রতিষ্ঠান ও ১৭ ব্যক্তিকে ৬,০০০ টাকা জরিমানা আদায়।

রিপোর্টারের নাম / ২৫৭ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছে। বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর সার্বিক তত্ত্বাবধানে প্রতিদিনের ধারাবাহিকতায় আজ ১৯ এপ্রিল সোমবার জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে ৫ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আগৈলঝাড়া মোঃ আবুল হাশেম, সহকারী কমিশনার (ভূমি) বাকেরগঞ্জ তরিকুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রাব্বী, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংমাচিং মারমা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রয়া ত্রিপুরা। আজ বিকালে সরকার কর্তৃক ঘোষিত “লক ডাউন” কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নসহ করোনাভাইরাস এর বিস্তার রোধকল্পে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি এবং বাজার মনিটরিংসহ রমযানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আজ আগৈলঝাড়া উপজেলার বাসাইল বাজার, চেংগুটিয়া বাজার, ভাল্লুকশী বাজার, আগৈলঝাড়া বাজারসহ জনসমাগমস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আগৈলঝাড়া মোঃ আবুল হাশেম। এসময় বাজারে আগত লোকদের মাস্ক ব্যবহারে উৎসাহিতকরণ, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা, জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া, মাস্ক ব্যতীত কেউ যাতে কোন প্রকার সেবা না পায় সেটি নিশ্চিত করা এবং দ্রব্যমূল্য বৃদ্ধি না করার জন্য বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়। অভিযান চলাকালিন সরকারি নির্দেশনা লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ০৮ টি প্রতিষ্ঠানকে ২,২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় আগৈলঝাড়া থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। আজ সকালে বাকেরগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বাকেরগঞ্জ তরিকুল ইসলাম এর নেতৃত্বে স্বাস্থ্য বিধি প্রতিপালন এবং লক ডাউন বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এ সময় সরকারি নির্দেশনা অমান্যকারী ও স্বাস্থ্য বিধি ভঙ্গকারী ১৩ জন ব্যক্তিকে অপ্রয়োজনে মাস্ক না পরে বাইরে ঘোরাঘুরি করার অপরাধে ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় আইনশৃংখলা রক্ষায় বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে। এদিকে বিকেলে বরিশাল শহরের কয়েকটি জায়গায় করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতাউর রাব্বী এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের অভিযানে মাস্ক না পড়ার অপরাধে ৩ জন ব্যক্তিকে ৬০০ টাকা অর্থদন্ড করা হয়। পাশাপাশি জনসাধারণেরকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। অপর একটি অভিযানে বরিশাল নগরীর কয়েকটি স্থানে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংমাচিং মারমা এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের অভিযানে ১জন ব্যক্তি ও ৪ টি প্রতিষ্ঠানকে ৮০০ টাকা অর্থদন্ড করা হয়। জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রয়া ত্রিপুরা এর নেতৃত্বে করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় নগরীর বটতলা, চৌমাথা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে ১,৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। উক্ত অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের তিনটি টিম আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দারা বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:

বরিশাল-৮২০০।

আমাদের সাথে যোগাযোগ করুন:

নিউজ রুম মোবাইল:: 0088-01719-390602, 0088-01818-323306

editor@chandradvip24.com(সম্পাদক)
editor@chandradvip24.com(নিউজ)
editor@chandradvip24.com(নিউজ)
২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত chandradvip24.com