বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন
EN

বরিশালে করোনা আক্রান্ত সন্দেহে ফেলে যাওয়া বৃদ্ধকে জেলা প্রশাসক এর নির্দেশে উদ্ধার করে হাসপাতালে ভর্তি।

রিপোর্টারের নাম / ২৩৪ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৫ মে, ২০২০

মানবিক জেলা প্রশাসকের করোনা আতঙ্কেও থেমে নেই মানবিকতা। গত ৪ মে সোমবার দুপুরে জেলা প্রশাসক একটি তথ্য পায় যে ৭০ ঊর্ধ্ব এক বৃদ্ধ অসহায় অবস্থায় স্কুলের বারান্দায় পড়ে আছে। খবরটি পাওয়া মাত্র সোমবার দুপুরেই জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের নির্দেশে সমাজসেবা কার্যালয়ের জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ ও মহানগর প্রবেশন অফিসার শ্যামল সেন গুপ্ত কাউনিয়া থানা পুলিশের সহযোগিতায় ৭০ ঊর্ধ্ব বৃদ্ধকে উদ্ধার করে বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অসহায় বৃদ্ধর নাম রবিন্দ্র চন্দ্র দে বয়স ৭০ বছর। পিতা মৃত মনোরঞ্জন চন্দ্র দে। তিনি ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। ধারনা করা হচ্ছে সম্প্রতি ওই বৃদ্ধ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এজন্য তার স্বজনরা ভাটিখানা সরকারি বীনা পানি প্রাথমিক বিদ্যালয় ভবনের বারান্দায় রেখে পালিয়ে গেছে। জেলা প্রশাসক মহোদয়ের ফোন পেয়ে ভাটিখানা প্রাথমিক বিদ্যালয় ছুটে যান প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ তিনি গিয়ে দেখেন স্কুলের মেঝেতে দু’দিন যাবত অসুস্থ অবস্থায় বৃদ্ধ পরে আছে তার একটি পা ভাঙ্গা কথা বলতে কষ্ট হয়। স্থানীয় লোকজন বৃদ্ধের জন্য বিছানাপত্র খাবার দাবারের ব্যবস্থা আগে থেকেই করেছিল। বৃদ্ধকে তাৎক্ষণিকভাবে গাড়িতে উঠিয়ে জেনারেল হাসপাতালে সমাজসেবা অফিসার জাহান কবিরকে সহযোগিতায় ভর্তি করা হয়। পাশাপাশি হাসপাতাল সমাজসেবা কার্যালয় হতে বৃদ্ধের ওষুধপত্রের ব্যবস্থা করা হয়। তবে উদ্ধার হওয়া বৃদ্ধর কোন আত্মীয় স্বজনের খোঁজ এখন পর্যন্ত পাওয়া যায় নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:

বরিশাল-৮২০০।

আমাদের সাথে যোগাযোগ করুন:

নিউজ রুম মোবাইল:: 0088-01719-390602, 0088-01818-323306

editor@chandradvip24.com(সম্পাদক)
editor@chandradvip24.com(নিউজ)
editor@chandradvip24.com(নিউজ)
২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত chandradvip24.com