বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন
EN

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে টিসিবির পণ্য বিপননে সহায়তাকারী কর্মকর্তাকে লাঞ্চিত করার এক জনকে ৭ দিনের জেল।।

রিপোর্টারের নাম / ২১২ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২ মে, ২০২০

বরিশালে জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজও নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। আজ ২ মে শনিবার বিকাল ৩ টার দিকে মহানগরীতে ১ টি মোবাইল কোর্ট টিম মাঠে অভিযান পরিচালনা করেন। নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ নাজমূল হুদা। মোবাইল কোর্ট অভিযান চলাকালীন সময় অভিযোগ আসে যে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডে টিসিবির ডিলার এবং পণ্য বিপনন মনিটরিং কর্মকর্তাকে স্থানীয় একজন লোক জিম্মি করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান এর নির্দেশনায় ঘটনা স্থলে গিয়ে দেখা যায় স্থানীয় একজন আইনজীবী এডভোকেট রবিউল ইসলাম, পিতাঃ মৃত সোবহান খলিফা তিনি টিসিবির পণ্য বিপনন কালে টিসিবির ডিলার এবং সহায়তাকারী কর্মকর্তা (ট্যাগ অফিসার) উপসহকারী উপসহকারী প্রকৌশলী এলজিইডি (ভূমি অফিস নির্মাণ প্রকল্প বরিশাল) সুবোধ মজুমদার কে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করে এবং বলপূর্বক মোবাইল ফোন কেড়ে নিয়ে ট্যাগ অফিসারের পরিবারকে নিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে। স্থানীয় অনেকের সাথে কথা বলে এর সত্যতা পাওয়া যায়। তারা বলেন অভিযুক্ত ব্যক্তি এবং তার ভাই সোনামিয়ার পুল বাজার কমিটির সেক্রেটারি হওয়ায় তারা এর পূর্বেও টিসিবির পণ্য বিক্রয় কালে ডিলারসহ ট্যাগ অফিসারকে মারধোর করেন আজ আবার টিসিবির পণ্য বিক্রয় করতে আসলে এই ঘটনা ঘটায়। তারা দুই ভাই চায় এই বাজারে কেউ কম মূল্যে পণ্য বিক্রয় না করতে পারে এর ফলে বাজারে তাদের পারিবারিক ব্যবসা ক্ষতিগ্রস্ত না হয়। তাই তারা বিভিন্নভাবে বাধা প্রদান করে আসছিল যাতে টিসিবি এর পণ্য উক্ত বাজারে কমমূল্য বিক্রয় করতে না পারে। ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে আইনজীবী রিপনকে সরকারি কাজে বাধা প্রদান করায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা অনুসারে ৭ দিনের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নাজমূল হুদা জানান যে উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আজ তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনস্বার্থে ও বিভিন্ন সিন্ডিকেট প্রতিহত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম এবং র‍্যাব-৮ এর একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:

বরিশাল-৮২০০।

আমাদের সাথে যোগাযোগ করুন:

নিউজ রুম মোবাইল:: 0088-01719-390602, 0088-01818-323306

editor@chandradvip24.com(সম্পাদক)
editor@chandradvip24.com(নিউজ)
editor@chandradvip24.com(নিউজ)
২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত chandradvip24.com