বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৫:২৬ পূর্বাহ্ন
EN

বরিশাল বোর্ডে ইংরেজি প্রথম পত্রে বহিষ্কার ৬, অনুপস্থিত ৪৩৭

রিপোর্টারের নাম / ১৯৯ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ইংরেজি প্রথম পত্রে ৪৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পাশাপাশি ঝালকাঠি জেলায় একজন, বরিশালে দু’জন ও ভোলা জেলায় তিনজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

 

বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজি প্রথম পত্রে অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ৭৪ জন, বরগুনায় ৪৯ জন, পটুয়াখালীতে ১০০ জন, পিরোজপুরে ৩৮ জন, ঝালকাঠিতে ৩১ জন ও বরিশাল জেলায় ১৪৫ জন রয়েছে।

 

এর ফলে বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় মোট ৯৭ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৭ হাজার ৪৭৫ জন পরীক্ষার্থী অংশ নেয়।

 

বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার এ বছর মোট এক হাজার ৪২৮টি বিদ্যালয় থেকে এক লাখ ১৩ হাজার ৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে এসএসসি পরীক্ষায়। যা গত বছরের থেকে পাঁচ হাজার ৫০৮ জন বেশি। আর মোট পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থীই রয়েছে ২৩ হাজার ৪০৯ জন। যা মোট পরীক্ষার্থীর প্রায় ২১ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:

বরিশাল-৮২০০।

আমাদের সাথে যোগাযোগ করুন:

নিউজ রুম মোবাইল:: 0088-01719-390602, 0088-01818-323306

editor@chandradvip24.com(সম্পাদক)
editor@chandradvip24.com(নিউজ)
editor@chandradvip24.com(নিউজ)
২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত chandradvip24.com