বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৩:০১ পূর্বাহ্ন
EN

বাংলাদেশ ক্রিকেট দলকে পানিসম্পদ প্রতিমন্ত্রীর অভিনন্দন

রিপোর্টারের নাম / ১৬৬ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২৪ জুন, ২০১৯

প্রতিপক্ষ ছোট, তবে চ্যালেঞ্জটা ছিলো অনেক বড়। সেই বড় চ্যালেঞ্জ সহজেই জিতলো বাংলাদেশ। উল্টো পাত্তাই পায়নি বিশ্বকাপের শুরুতে আলোচনায় থাকা বিশ্ব ক্রিকেটের উদীয়মান এই শক্তি। মুশফিকুর রহিমের ব্যাটিং দৃঢ়তা ও সাকিব আল হাসানের পাঁচ উইকেটের বোলিং ঘূর্ণিপাকে পুরো ম্যাচে সামান্যতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি গুলবাদিন-রাশিদদের আফগানিস্তান। প্রথম বাংলাদেশি হিসেবে ব্যাট হাতে অর্ধশত রান ও বল হাতে পাঁচ উইকেট নিয়ে অনন্য কীর্তি গড়লেন বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এই জয়ের ফলে সাত ম্যাচ থেকে সাত পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থান পুনরুদ্ধার করলো বাংলাদেশ। এক ম্যাচ কম খেলা ইংল্যান্ড আট পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে। ছয় ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে শ্রীলঙ্কা। টেবিলের শীর্ষে থাকা নিউজিল্যান্ড ছয় ম্যাচ থেকে ১১ পয়েন্ট সংগ্রহ করেছে।

সাকিব আল হাসানের ৫ উইকেট ও দুরন্ত ব্যাটে আফগানিস্তানকে ৬২ রানে হারালো বাংলাদেশ। ১৩ বল বাকি রেখেই অলআউট হয়ে যায় আফগানরা।

এই ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে পানিসম্পদ প্রতিমন্ত্রীর কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম, এমপি । সোমবার (২৪ জুন) রাতে পানিসম্পদ প্রতিমন্ত্রীর এপিএস শফিকুল ইসলাম পিন্টু স্বারিত ইমেইল বার্তায় অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় তিনি ক্রিকেট বোর্ড, ক্রিকেট কোচসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, শক্তিশালী আফগানিস্তানের বিরুদ্ধে বিশাল রানে জয়, এক অসাধারণ অর্জন। আমাদের দামাল ছেলেরা এখন যেকোনো দলের বিরুদ্ধেই জয়ী হতে সক্ষম।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, জয়ের এই ধারাবাহিকতা বিশ্বকাপ ক্রিকেটের আগামী ম্যাচগুলোতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:

বরিশাল-৮২০০।

আমাদের সাথে যোগাযোগ করুন:

নিউজ রুম মোবাইল:: 0088-01719-390602, 0088-01818-323306

editor@chandradvip24.com(সম্পাদক)
editor@chandradvip24.com(নিউজ)
editor@chandradvip24.com(নিউজ)
২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত chandradvip24.com