বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
EN

এসি ল্যান্ড এর নেতৃত্বে বাকেরগঞ্জ উপজেলার কামারখালী বাজারে অবৈধ দোকান উচ্ছেদ এর পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা আদায়।

রিপোর্টারের নাম / ৭০৯ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২০ জুলাই, ২০২০

সরকারি বিধি নিষেধ এর তোয়াক্কা না করে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কামারখালী বাজারের মধ্যে নিয়ম বহির্ভূত পাকা দ্বিতল দোকান স্থাপনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন দাড়িয়াল ইউনিয়নের রফিক মেম্বার। বিষয়টি স্থানীয় মানুষের অভিযোগের প্রেক্ষিতে বাকেরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম এর নির্দেশে দাড়িয়াল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ এনামুল হক পাকা দ্বিতল দোকান স্থাপনা নির্মানের কাজ বন্ধ করে দেয়। এসি ল্যান্ড এর নির্দেশনা মোতাবেক গত দুই দিন পূর্বে কাজ বন্ধ করার জন্য লাল পতাকা টাংগিয়ে দিয়ের পাশাপাশি মৌখিক ভাবে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য রফিক মেম্বার কে বলা হয়। কিন্তু নির্দেশনা না মেনে পুরোদমে নির্মাণ কাজ অব্যাহত রাখেন রফিক মেম্বার। আজ ২০ জুলাই সোমবার সহকারী কমিশনার ভূমি বাকেরগঞ্জ মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে বাজারের মধ্যের নির্মিত অবৈধ স্থাপনাটি গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদকালে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ শার্শী থানার তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ যোবায়ের আহমেদ, দাড়িয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাবুল আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পরিচালনা করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় আল মদিনা এবং আল আরাফাত বেকারি দুইটিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি মোতালেব হোসেন এবং দিলীপ চন্দ্র দাস নামের দুইটি খাবার হোটেলের মালিককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমান আদায় করা হয়। এসময় ৪ টি প্রতিষ্ঠান কে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় এসি ল্যান্ড অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং মোবাইল কোর্ট পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, জেলা প্রশাসকের অনুমতি ব্যতিত, কিংবা চানদিনা ভিটির বাইরে কোনভাবেই হাট বাজারে স্থায়ী স্থাপনা তৈরি করা যাবেনা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন কাজ করে যাবে। তিনি সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:

বরিশাল-৮২০০।

আমাদের সাথে যোগাযোগ করুন:

নিউজ রুম মোবাইল:: 0088-01719-390602, 0088-01818-323306

editor@chandradvip24.com(সম্পাদক)
editor@chandradvip24.com(নিউজ)
editor@chandradvip24.com(নিউজ)
২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত chandradvip24.com