বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন
EN

মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসন বরিশাল এর উদ্যোগে ১০ টি আশ্রয়ন প্রকল্পের পূর্নবাসিত পরিবার এর মাঝে দেড় হাজার হাঁস-মুরগী বিতরণ।

রিপোর্টারের নাম / ৪২৮ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে বছরব্যাপী জনকল্যাণমুখী নানা কর্মসূচি হাতে নিয়েছে তারি ধারাবাহিকতায় আজ ২১ জুলাই মঙ্গলবার দুপুর ২ টার দিকে জেলা প্রশাসন বরিশাল এর উদ্যোগে উপজেলা প্রশাসন বরিশাল সদর এর আয়োজনে বরিশাল সদর উপজেলার চরকরনজি আশ্রয়ন প্রকল্পে পূর্নবাসিত ৪৮ টি পরিবারের আত্মকর্মসংস্থান ও আয়বর্ধনের মাধ্যমে জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে পরিবারগুলোর মাঝে হাঁস বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান, চরকাউয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবির, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ আরও অনেক উপস্থিত ছিলেন। আজ মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসন এর পক্ষ থেকে ১০ টি আশ্রয়ন প্রকল্পের পূর্নবাসিত পরিবার এর মাঝে দেড় হাজার হাঁস-মুরগী বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন জেলা প্রশাসক বরিশাল। পর্যায় ক্রমে বরিশাল জেলার ১০ টি আশ্রয়ন প্রকল্পের পূর্নবাসিত পরিবারসমূহের আত্মকর্মসংস্থান ও আয়বর্ধনের মাধ্যমে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৫০০ টি হাঁস-মুরগী বিতরণ করা হবে। অন্য আশ্রয়ন প্রকল্পগুলো হচ্ছে বাবুগঞ্জ উপজেলার ঠাকুর মল্লিক, উজিরপুর উপজেলার কুচিয়ার পাড়, আগৈলঝাড়া উপজেলার গোপারসেন, বানারীপাড়া উপজেলার খেজুরবাড়ি, মুলাদী উপজেলার কাজিরচর, হিজলা উপজেলার টুমচর, গৌরনদী উপজেলার বড় কসবা এবং মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমপুর ও নতুনচর আশ্রয়ন পৃরকল্প।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:

বরিশাল-৮২০০।

আমাদের সাথে যোগাযোগ করুন:

নিউজ রুম মোবাইল:: 0088-01719-390602, 0088-01818-323306

editor@chandradvip24.com(সম্পাদক)
editor@chandradvip24.com(নিউজ)
editor@chandradvip24.com(নিউজ)
২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত chandradvip24.com