বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৩:২৯ পূর্বাহ্ন
EN

বাকেরগঞ্জ উপজেলায় বরিশাল বিভাগীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম / ২১২ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

সারা দেশের ন্যায় বরিশাল জেলায় একযোগে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম আজ ৭ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জ উপজেলার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে বরিশাল বিভাগীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য বরিশাল ৬ নাসরিন জাহান রতনা এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় পরিচালক স্বাস্থ্য বরিশাল বিভাগ ডাঃ বাসুদেব কুমার দাস, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, বিভাগীয় উপ-পরিচালক স্বাস্থ্য বরিশাল বিভাগ ডাঃ মোঃ হুমায়ুন শাহীন, উপজেলা নির্বাহী অফিসার বাকেরগঞ্জ মাধবী রায়, সহকারী কমিশনার (ভূমি) বাকেরগঞ্জ তরিকুল ইসলাম উজ্জ্বল, থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল মুনাসেম সাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের হাওলাদার, সাবেক ডেপুটি কমান্ডার মানিক হোসেন মোল্লা, হাসপাতালের আরএমও ডাঃ ইসমত জেরিন জুঁই, প্রমুখ। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় অতিথিরা কোভিট-১৯ এর টিকাদান কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন পরে প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য নাসরিন জাহান রত্না এমপি বরিশাল স্বাস্থ্য বিভাগীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পরে বরিশাল বিভাগে প্রথম কোভিড-১৯ এর টিকা গ্রহণ করেন মুক্তিযোদ্ধা কমান্ডার পাদ্রীশিবপুর ইউনিয়ন অলেন্ড গোমেজ, মাননীয় সংসদ সদস্য নাসরিন জাহান রত্না এমপি, সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, সহকারী কমিশনার ভূমি বাকেরগঞ্জ তরিকুল ইসলাম উজ্জ্বলসহ আরও অনেকে। বরিশাল জেলায় ১ লক্ষ ৬৮ হাজার ডোজ কোভিট-১৯ এর ভ্যাকসিন এসেছে যা ৮৪ হাজার মানুষের মাঝে প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:

বরিশাল-৮২০০।

আমাদের সাথে যোগাযোগ করুন:

নিউজ রুম মোবাইল:: 0088-01719-390602, 0088-01818-323306

editor@chandradvip24.com(সম্পাদক)
editor@chandradvip24.com(নিউজ)
editor@chandradvip24.com(নিউজ)
২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত chandradvip24.com