বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৩:৩৫ পূর্বাহ্ন
EN

বরিশালে করোনা পরিস্থিতিতে কোচিং সেন্টার ও অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় মোবাইল কোর্ট অভিযানে ৪০,৩০০ টাকা জরিমানা আদায়।

রিপোর্টারের নাম / ৩৫০ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছে। বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর সার্বিক তত্ত্বাবধানে প্রতিদিনের ধারাবাহিকতায় আজ ২০ এপ্রিল মঙ্গলবার জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে ৮ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার বাবুগঞ্জ মোঃ আমীনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বানারীপাড়া নিশাত শারমিন, সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর নিশাত তামান্না, জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হাই,জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুশফিকুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকী দাস। আজ বিকেলে রহমতপুর বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার বাবুগঞ্জ মোঃ আমীনুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনাকালীন বাজারে বিভিন্ন পণ্যের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং করা হয় এবং জনসাধারণকে মাস্ক পরিধান নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি পরিপালন করা ও লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে সচেতন করা হয়। যারা লকডাউন সম্পর্কিত নির্দেশনা অমান্য করেছেন এবং এসময় অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় ৫ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে দণ্ডবিধি,১৮৬০ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ৮,৫০০ টাকা অর্থদণ্ড করা হয় এবং মাস্ক বিতরণ করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার সবাইকে লকডাউন মেনে চলার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করেন। মোবাইল কোর্ট অভিযানে আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করেন বিমানবন্দর থানা পুলিশের একটি টিম। বানারীপাড়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) বানারীপাড়া নিশাত শারমিন এর নেতৃত্বে বানারীপাড়া উপজেলার বিভিন্ন বাজারে স্বাস্থ্য বিধি প্রতিপালন এবং লক ডাউন বাস্তবায়নের লক্ষ্যে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। এ সময় নির্দেশনা অমান্যকারী ও স্বাস্থ্য বিধি ভঙ্গকারীদের আইনের আওতায় আনা হয় এসময় ৬টি প্রতিষ্ঠানকে ২,৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় আইনশৃংখলা রক্ষায় বানারীপাড়া থানার পুলিশের একটি টিম সহযোগিতা করেন। আজ সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর নিশাত তামান্না এর নেতৃত্বে বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের লাকুটিয়ায় এলাকায় মোবাইল কোর্ট অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে তা বাজারজাত করে আসছে সোনালি বেকারীর মালিক রিপন হোসেন। এসময় কারখানার শ্রমিকদের মুখে মাস্ক না থাকায়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে সোনালি বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন। জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এর নেতৃত্বে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম, ও মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। আজ বরিশাল নগরীর বান্দ রোড, শের-ই-বাংলা মেডিকেল, রুপাতলী, নথুল্লাবাদ এলাকায় করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৬ ব্যক্তিকে দণ্ডবিধি,১৮৬০ এর ২৬৯ ধারায় ৩,৭০০ টাকা অর্থদন্ড দেয়া হয়। উক্ত অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল হাই এর নেতৃত্বে করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় নগরীর বটতলা, চৌমাথা এলাকায় মোবাইল কোর্ট অভিযানে সরকারি সিদ্ধান্ত অমান্য করার ১ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে ৯০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় জনসাধারণকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
উক্ত অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করেন। আজ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুশফিকুর রহমান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরী। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম এর অংশ হিসবে লিফলেট এবং মাস্ক বিতরণ করেন। এসময় বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্ট পরিচালনা কালে ১ জন ব্যক্তি ও ৩ টি প্রতিষ্ঠানকে ৯০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। এসময় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখায় বগুড়া রোড, শাহীন কোচিং সেন্টারকে ৫,০০০ হাজার টাকা জরিমানা ও দুজন শিক্ষককে ১ হাজার টাকা করে ২,০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় কোচিং সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়। উক্ত অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাকী দাস এর নেতৃত্বে করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্ট অভিযানে সরকারি সিদ্ধান্ত অমান্য করার ৭ ব্যক্তিকে ৬,৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় জনসাধারণকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। উক্ত অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করেন। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দারা বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:

বরিশাল-৮২০০।

আমাদের সাথে যোগাযোগ করুন:

নিউজ রুম মোবাইল:: 0088-01719-390602, 0088-01818-323306

editor@chandradvip24.com(সম্পাদক)
editor@chandradvip24.com(নিউজ)
editor@chandradvip24.com(নিউজ)
২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত chandradvip24.com