বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন
EN

বরিশালে জেলা প্রশাসন এর উদ্যোগে ১২০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

রিপোর্টারের নাম / ১২৯ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১২ মে, ২০২১

সুবিধাবঞ্চিত শিশুরা নিরুপায় হয়ে পথের ধারে বসে থাকে একটু সহানুভূতি অথবা কিছু পাওয়ার আশায়। এরা স্বপ্ন দেখে খোলা আকাশের নিচে, ঘুমায় পথের কোলঘেঁষে। এদের কারো নেই বাবা, কারো নেই মা, করোবা উভয় নেই। ওদের পরনে নেই ভালো জামা-কাপড়। বঞ্চিত এই শিশুগুলো একটা ছেঁড়া জামা পরে বছর পার করে দেয়। আজ তাদের পাশে এসে দাঁড়িয়েছে বরিশালের মানবিক জেলা প্রশাসক হিসেবে খ্যাত জসীম উদ্দীন হায়দার। আজ ১১ মে বিকাল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমীর অস্থায়ী কার্যালয় (সাউথ কিং) এর দোতালায় জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নিজ উদ্যোগে জেলা প্রশাসন বরিশালের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল নেটওয়ার্ক ফর ডিসঅ্যাডভেন্টেজ চিলড্রেনের (এসএনডিসি) আয়োজনে ১২০ জন সুবিধা বঞ্চিত পথ শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, জেলা কালচারাল অফিসার বরিশাল হাসান রশিদ মাকসুদ, এসএনডিসির উপদেষ্টা মোঃ শাহাজাদা হিরা, সভাপতি শফিকুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক তানজীল ইসলাম শুভ, সঙ্গীতশিল্পী জহিরুল হাসান সোহেলসহ সংগঠনের সদস্যরা। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক সুবিধা বঞ্চিত শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন। এসময় জেলা প্রশাসক বলেন, সমাজের বিত্তবানরা যদি এসকল কোমলমতি পথশিশুদের পাশে এসে দাঁড়ায় তাহলে সমাজে আর পথশিশু বলে কিছু থাকবে না। এরাই আগামীর ভবিষ্যৎ তাই তাদের দিকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব। আসুন আমরা এসকল সুবিধা বঞ্চিত শিশুদের জন্য একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:

বরিশাল-৮২০০।

আমাদের সাথে যোগাযোগ করুন:

নিউজ রুম মোবাইল:: 0088-01719-390602, 0088-01818-323306

editor@chandradvip24.com(সম্পাদক)
editor@chandradvip24.com(নিউজ)
editor@chandradvip24.com(নিউজ)
২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত chandradvip24.com